১. পরিবার পরিকল্পনা সেবা সমূহঃ
অস্থায়ী পদ্ধতিঃ
১. খাবার বডি।
২. কনডম।
অস্থায়ী দীর্ঘ মায়াদী পদ্ধতিঃ
১. ইনজেকটেবল
২. আই ইউ ডি
৩. ইমপ্লান্ট
স্থায়ী পদ্ধতিঃ
১.স্থায়ী পদ্ধতি (পুরুষ/এনএসভি)
২. স্থায়ী পদ্ধতি (মহিলা)
সেবা দান কেন্দ্র ও সেবা সমূহঃ
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রদত্ত সেবাঃ
১. সকল পরিবার পরিকল্পনা পদ্ধতি
২. নরমাল ডেলিভারী সেবা
৩. সিজারীয়ান ডেলিভারী
৪. মা ও নবজাতকের সেবা
৫. এমআর সেবা
৬. স্যাটেলাইট ক্লিনিক এবং ইউনিয়ন স্থাস্থ্য ও পঃ কঃ কেন্দ্র থেকে রেফারকৃত রোগিদের চিকিৎসা সেবা।
৭. প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ক রোগিদের চিকিৎসা সেবা ।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দঃ
১. খাবার বড়ি, কনডম, ইনজেকশন ও আইইউডি সেবা
২.নরমাল ডেলিভারী সেবা
৩. সাধারণ রোগীদের চিকিৎসা সেবা
৪. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং
স্যাটেলাইট ক্লিনিকঃ-
১. খাবার বড়ি, কনডম, ইনজেকশন ও আইইউডি সেবা
২. মা ও নবজাতকের সেবা
৩.. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং
৪. ৫ বছরের কম বয়সের শিশূদের স্বাস্থ্য সেবা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস